রাজশাহী জেলা ও মহানগরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৭৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে বেশকিছু পরিমাণ মাদকদ্রব্য। গতকাল রোববার রাতে এ অভিযান চালায় রাজশাহী জেলা ও মহানগর পুলিশ। রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র সিনিয়র সহকারী কমিশনার ইফতেখায়ের আলম জানান, আরএমপির ১২ থানা ও গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে ৩৬ জনকে গ্রেফতার করেছে। আর জেলা পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারী পুলিশ সুপার আবদুর রাজ্জাক খান জানান, তাদের আট থানা ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে ৩৯ জনকে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন