স্টাফ রিপোর্টার : আসন্ন পবিত্র রমজানে সুপ্রিম কোর্টসহ সকল আদালতের নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। এতে হাইকোর্ট বিভাগ ও নি¤œ আদালতে সময়সূচিতে কিছুটা পরিবর্তন আসছে। তবে আপিল বিভাগের সময়সূচি আগের মতোই থাকছে। এ বিষয়ে জানতে চাইালে সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার (বিচার ও প্রশাসন) সাব্বির ফয়েজ সাংবাদিকদের বলেন, পবিত্র রমজানে সুপ্রিম কোর্টসহ সকল আদালতের নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী রমজানে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম শুরু হবে সকাল সাড়ে ১০টা থেকে, যা শেষ হবে বেলা সোয়া ৩টা পর্যন্ত। আর হাইকোর্ট বিভাগের দাপ্তরিক কার্যক্রম চলবে সোয়া ৯টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত। অপরদিকে রমজানে (নি¤œ) বিচারিক আদালতের বিচারিক কার্যক্রম শুরু হবে সকাল সাড়ে ৯টায়, যা চলবে বেলা ৩টা পর্যন্ত। নিম্ন আদালতের দাপ্তরিক কাজ চলবে সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত। সকল ক্ষেত্রেই বিচারকদের জন্য বিরতি থাকবে দুপুর সোয়া ১টা থেকে বেলা ২টা পর্যন্ত। আর অন্যদের ক্ষেত্রে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত। আর সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কার্যক্রম যথারীতি সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত আগের নিয়মেই চলবে। মাঝে ৩০ মিনিটের বিরতি থাকবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন