স্টাফ রিপোর্টার : বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, দলের যুগ্মমহাসচিব হাবীব উন নবী খান সোহেলসহ দলের ৫১ নেতাকর্মীর বিরুদ্ধে চার্জশিট প্রদানের প্রতিবাদে আগামীকাল (শনিবার) সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল। গতকাল (বৃহস্পতিবার) পৃথক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
ছাত্রদলের দফতর সম্পাদক আব্দুস সাত্তার পাটোয়ারী স্বাক্ষরিত বিবৃতিতে উল্লেখ করা হয়, বিএনপির বিরুদ্ধে চক্রান্তের ধারাবাহিকতা সরকারি মদদে পুলিশের দেয়া চার্জশিট। রাজনৈতিকভাবে হয়রানি করতেই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ দলটির বিভিন্ন স্তরের নেতার বিরুদ্ধে মামলা এবং চার্জশিট দেয়া হয়েছে। এর প্রতিবাদে শনিবার দেশের সব থানা, মহানগর ও বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করবে। অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে সংগঠনটি।
পৃথক বিবৃতিতে স্বেচ্ছাসেবক দলের দফতর সম্পাদক আখতারুজ্জামান বাচ্চু জানান, স্বেচ্ছাসেবক দলের তরফ থেকে দেশের সব জেলা, মহানগর ও থানায় বিক্ষোভ মিছিল করবেন সংগঠনের নেতাকর্মীরা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন