ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, সমাজের সর্বস্তরে নৈতিকতার চরম বিপর্যয় ঘটছে। মানুষ ক্রমেই ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। বর্তমান সময়ে শিশু, নারী ধর্ষণ ও হত্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। নির্যাতনের শিকার হচ্ছে ৪ বছরের শিশু থেকে ৮০ বছরের বৃদ্ধারাও। এতে দেশের সচেতন মানুষ চরম ক্ষুব্ধ। ইসলামী শিক্ষার অভাবেই মানুষ নৈতিকতাহীন হয়ে পড়ছে। ইসলামী শিক্ষা থাকলে মানুষ পশুর চরিত্রের হতো না। এজন্যই বলা হয় ধর্মহীন মানুষ পশুর সমান। তিনি বলেন, ইসলামী শিক্ষার আলোকে মানুষকে গড়ে তুললে মানুষ কোন অন্যায় কাজ করতো না। তিনি বলেন, বর্তমান সরকার দুর্নীতিমুক্ত দেশ গড়ার ওয়াদা করেছে। কিন্তু দুর্নীতির ওপর নির্ভর থেকে চরিত্রবান ও দুর্নীতিমুক্ত দেশ গড়া অসম্ভব। দুর্নীতির সকল সীমা ছাড়িয়ে গেছে। মিডিয়ায় চোখ বুলালে ধর্ষণ, অমানবিক শিশু নির্যাতন ও দুর্নীতির করুণ চিত্রই ফুটে উঠে। মুফতী সৈয়দ ফয়জুল করীম বলেন, ধর্ষণ, দুর্নীতি ও অনিয়মের শাসনের কারণে সরকারকে দুনিয়া আখেরাতে জবাবদিহি করতে হবে। গতকাল সন্ধ্যায় ফরিদপুর জেলা সদরের খাগদী জামিয়া কারিমিয়া আরাবিয়া মাদরাসা ময়দানে আয়োজিত বিশাল ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সম্মেলনে স্থানীয় ওলামায়ে কেরাম, মসজিদের ইমাম খতীবগণ উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন