ঘুম না ভাঙ্গায় রাজশাহীতে এসএসসি পরিক্ষার দ্বিতীয় দিনে দুই ঘণ্টা দেরিতে কেন্দ্রে আসায় পরীক্ষা দিতে পারেনি এক পরীক্ষার্থী। রাজশাহী শিক্ষাবোর্ডে মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে। ঘুমিয়ে থাকায় দুই ঘণ্টা দেরিতে সে কেন্দ্রে আসে।
রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আনারুল হক প্রামাণিক বলেন, পরীক্ষা শুরু আধা ঘন্টা আগে কেন্দ্রে আসার কথা থাকলেও এক শিক্ষার্থী পরীক্ষা শুরু দুই ঘন্টা পরে আসে। দেরিতে আসায় তাকে পরীক্ষা দিতে দেয়া হয়নি।
দেরির কারণ হিসেবে শিক্ষার্থী কেন্দ্র সচিবকে জানায়, সে ঘুমিয়ে ছিলো। আর জানতো না আজ পরীক্ষা ছিলো কি না। শিক্ষার্থী ছিলেন বিজিবি স্কুলের তার কেন্দ্র ছিলো শিক্ষাবোর্ডে মডেল স্কুল অ্যান্ড কলেজ।
উল্লেখ্য, রোববার রাজশাহী শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসির বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন