চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সাবেক স্ত্রীকে হত্যার দায়ে প্রাক্তন স্বামীকে মৃত্যুদণ্ড রায় প্রদান করেছে আদালত। একই সঙ্গে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করে আদালত। গতকাল সোমবার দুপুরে আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন অতিরিক্ত দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক শওকত আলী। মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি হলেন- শিবগঞ্জ উপজেলার চৈতন্যপুর মিয়াপাড়ার আমির হোসেনের ছেলে সুমন আলী।
মামলার বিবরণে জানা গেছে- শিবগঞ্জ উপজেলার চৈতন্যপুর বাগানপাড়ার নুর আলমের মেয়ে সীমার সঙ্গে ২০১২ সালে বিয়ে হয় সুমনের। বিয়ের পর থেকেই স্ত্রী ফারজানা আকতার সীমাকে কারণ অকারণেই মারধর করতো সুমন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন