ঝিনাইদহের শৈলকুপা উপজেলার গাবলা গ্রামে যৌতুকের লোভে সাথি খাতুন লিপা (২৩) নামে এক গৃহবধুকে পিটিয়ে হত্যা করা হয়েছে। হত্যার পর লাশ গাছে ঝুলিয়ে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে সাথির স্বামী বরকত মন্ডল উজ্জল। এ ঘটনায় শৈলকুপা থানায় মঙ্গলবার রাতে ৪ জনকে আসামি করে একটি হত্যা মামলা রেকর্ড হয়েছে। পুলিশ অভিযোন চালিয়ে বৃহস্পতিবার এজাহার নামীয় আসামি হালিমা খাতুনকে গ্রেফতার করেছে।
মামলার বাদী ও নিহতর মা ঝিনাইদহ সদর উপজেলার তালতলা হরিপুর গ্রামের সিদ্দিক বিশ্বাসের স্ত্রী জায়েদা খাতুন এজাহারে উল্লেখ করেন, ৫ বছর আগে শৈলকুপা উপজেলার গাবলা গ্রামের মুনছুর মন্ডলের ছেলে বরকত মন্ডল উজ্জলের সাথে তার মেয়ের বিয়ে হয়। বিয়ের পর মেয়েকে প্রায় সাড়ে তিন লাখ টাকার সংসারিক মালামাল দেওয়া হয়। সংসারিক জিনিসপত্র দেওয়ার পরও জামাই উজ্জল, তার মা হালিমা খাতুন, ভগ্নিপতি আরিফ ও বোন পলি খাতুন যৌতুকে জন্য সাথিকে বকাঝকা এমন কি মারপিট করতো।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন