শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

মুরাদনগরে বেসরকারি শিক্ষক ফোরামের মানববন্ধন

মুরাদনগর (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্ট এ অতিরিক্ত ৪০শতাংশ চাঁদা কর্তনের প্রজ্ঞাপন বাতিল এবং জানুয়ারি হতে অতিরিক্ত ৪ শতাংশ কর্তনের কালো আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে কুমিল্লার মুরাদনগর উপজেলা শাখার বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারি ফোরাম।
গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা সদরের দোয়েল চত্বরে এসে মানববন্ধন করে শিক্ষক-কর্মচারি ফোরাম।
বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারি ফোরামের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক কামরুল হাসানের উপস্থাপনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারি ফোরামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব দেলোয়ার হোসেন আজিজি, বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারি ফোরামের উপজেলা সভাপতি সাদেকুল ইসলাম, মিজানুর রহমান, নূরুল হক ভূঁইয়া, জসিম উদ্দিন, মোস্তাফিজুর রহমান, ফজলুর রহমান প্রমূখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন