শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সরিষাবাড়ীতে ভিটামিন এ ক্যাপসুল খেয়ে অসুস্থতার গুজব

সরিষাবাড়ী (জামালপুর) সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ ফেব্রুয়ারি, ২০১৯, ৬:০৫ পিএম

শনিবার দিনভর সারা দেশের ন্যায় সরিষাবাড়ীতেও ভিটামিন এ ক্যাপসুল বড়ি খেয়ে শিশু অসুস্থাতার সংবাদটি গুজব বলে মন্তব্য করেছেন সরিষাবাড়ী হাসপাতাল কর্তৃপক্ষ। সেই সাথে জনসাধারনকে সচেতন থাকতে অনুরোধ করেছে স্থানীয় প্রশাসন। জানা গেছে গত শনিবার সারা দেশের ন্যায় সরিষাবাড়ীরও বিভিন্ন স্থানে ভিটামিন এ ক্যাপসুল বড়ি খায় কয়েক হাজার শিশু। ঐদিন বিকেলেই সরিষাবাড়ী হাসপাতালের কর্মচারী সুজিত কুমার রায়ের দেড় বছরের এক শিশু বাচ্চা (পুর্ব থেকেই অসুস্থ) হাসপাতালে নেয়ার পথে মারা যায়। এ ঘটনায় সরিষাবাড়ীর সর্বত্র খবর ছড়িয়ে পড়ে ভিটামিন এ ক্যাপসুল বড়ি খাওয়ায় ঐ শিশুর মৃত্যু হয়েছে। খবরটি ছড়িয়ে পড়ার সাথে সরিষাবাড়ী হাসপাতালে শত শত শিশু রোগীর অভিভাবকরা তাদের বাচ্চাদের নিয়ে ভীড় জমায়। ৫/৭ জন বাচ্চার একটু সমস্যা দিলেও তা যত সামান্য। এ গুজব দ্রুত ছড়িয়ে পড়ার সাথে সাথে জেলা ও উপজেলার স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা ছুটে আসে সরিষাবাড়ী হাসপাতালে। তারা তৎপর হয়ে পড়ে হাসাপতালে চলে আসা শিশুদের নিয়ে। ইতিমধ্যে বেশ কিছু প্রিন্ট মিডিয়া ও অনলাইন পত্রিকায় ছড়িয়ে পড়ে সরিষাবাড়ীতে ভিটামিন এ ক্যাপসুল বড়ি খেয়ে এক শিশুর মৃত্যু ও পাচঁ শতাধিক অসুস্থ। খবর গুলো বিভিন্ন সংবাদকর্মী বা ফেইসবুক ওয়ালারা ভাইরাল করলে স্বাস্থ্য প্রতিমন্ত্রী আলহাজ ডাঃ মুরাদ হাসানের দৃষ্টিতে পড়ে। ডাঃ মুরাদ হাসান জেলার সকল স্বাস্থ্য কর্মকর্তা ও কর্মচারীদের বিষয়টি খতিয়ে দেখতে বললে পরিদর্শকরা তা গুজব বলে আখ্যায়িত করে। আসলে সংবাদটির কোন সততা পাওয়া যায়নি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন