শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

শেষ হলো হ্রদরোগ বিশেষজ্ঞদের আন্তর্জাতিক সম্মেলন

স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৪ এএম

শেষ হলো তিনদিন ব্যাপি বাংলা ইন্টারভেনশনাল থ্যারাপিউটিকস (বিআইটি) নবম সম্মেলন। হ্রদরোগ বিশেষজ্ঞদের আন্তর্জাতিক এ বৈজ্ঞানিক সম্মেলনে যুক্তরাজ্য, ফ্রান্স, জাপান, সিঙ্গাপুর, ভারত, নেপাল এবং বাংলাদেশের ৭’শ জন হ্রদরোগ বিশেষজ্ঞ অংশগ্রহণ করেন। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হ্রদরোগ বিশেষজ্ঞগণ এ সম্মেলনে বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপণ, অভিজ্ঞতা বিনিময় ও নতুন প্রযুক্তি সম্পর্কে তাদের প্রবন্ধ উপস্থাপণ করবেন। সম্মেলনে স্যাটেলাইট প্রযুক্তি ব্যবহার করে জাতয়ি হ্রদরোগ ইনস্টিটিউট হাসপাতালের ক্যাথল্যাব থেকে জটিল গুরুত্বপূর্ণ হ্রদরোগ চিকিৎসা সারা বিশ্বে দেখানো হয়। সংগঠনের চেয়ারম্যান এবং কোর্স ডিরেক্টর দেশের স্বনামধন্য ইন্টারভেনশনাল কার্ডিওলজিষ্ট প্রফেসর ডা. মো. আফজালুর রহমান এবং ভারতের হ্রদরোগ বিশেষজ্ঞ প্রফেসর রবীন চক্রবর্তীর নেতৃত্বে আন্তর্জাতিক এ বৈজ্ঞানিক সম্মেলন ২০১১ সাল থেকে ইন্টারভেনশনাল কার্ডিওলজির অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে আসছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন