শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

চট্টগ্রামে অগ্নিকাণ্ডে শতাধিক কাঁচা বসতঘর ছাই

চট্টগ্রাম ব্যুরো : | প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৪ এএম

গরীর অক্সিজেন এলাকায় অগ্নিকাণ্ডে তিনটি কলোনির শতাধিক কাঁচা ঘর পুড়ে গেছে। এতে কয়েকশ পরিবার সর্বস্ব হারিয়ে এখন খোলা আকাশের নিচে।
গত শনিবার রাত ১০টায় ওই এলাকার কেডিএস গার্মেন্টেসের পেছনের জসিমের কলোনিতে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিসের চট্টগ্রাম অঞ্চলের উপ-সহকারী পরিচালক জসিম উদ্দীন বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা জসিমের কলোনি থেকে রহিমের কলোনি এবং আলী আকবরের কলোনিতেও ছড়িয়ে পড়ে।
বায়েজিদ, চন্দনপুরা ও আগ্রাবাদ স্টেশনের মোট নয়টি গাড়ি নিয়ে রাত পৌনে ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা।
আগুনে জসিমের কলোনির ৪৭টি, আলী আকবরের কলোনির ৪০টি এবং রহিমের কলোনির ২৭টি ঘর পুড়ে পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে। রেল লাইনের ধারে গড়ে ওঠা এসব কাঁচা ঘরে নিম্ন আয়ের লোকজনের বসবাস। আগুনে কেউ হতাহত হয়নি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন