নিখোঁজের ৫ দিন পর রংপুরের পীরগাছায় ফিরোজ মিয়া ফ্রেস (২২) নামের এক যুবকের অর্ধ গলিত লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ৪ জনকে আটক করেছে। গতকাল সোমবার সকালে বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে একটি নির্মাণাধীন গুচ্ছগ্রাম থেকে পুলিশ মাটি চাপা অবস্থায় তার লাশ উদ্ধার করে। সে উপজেলার কান্দি ইউনিয়নের কাবিলা পাড়া গ্রামের আমির উদ্দিনের ছেলে। এলাকাবাসী ও স্বজনরা জানায়, বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে ফ্রেসের কোন খোঁজ পাচ্ছিলেন না পরিবারের লোকজন। অনেক খোঁজাখুঁজির পর কোথাও না পেয়ে শনিবার পীরগাছা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন ফ্রেসের বাবা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন