পাবনায় অন্য চিকিৎসকের নাম সনদ ও বিএমডিসির রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা প্রদান করায় এক ভূয়া চিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশ। পাবনার জেলার ভাঙ্গুড়া উপজেলার একটি ক্লিনিকে ঐ ভুয়া চিকিৎসক দীর্ঘদিন যাবৎ চিকিৎসা সেবা দিয়ে আসছিলেন। সোমবার নীলফামারী জেলার সৈয়দপুর থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত ভুয়া চিকিৎসক সৈয়দপুরের হাতিখানা গ্রামের শেখ মো. আব্দুল হান্নানের পুত্র মাসুদ রানা।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও পুলিশ সুপার পদোন্নতি প্রাপ্ত) গৌতম কুমার বিশ্বাস সাংবাদিকদের জানান, গ্রেফতারকৃত মাসুদ রানা দীর্ঘ প্রায় ৭ বছর ধরে পাবনার ভাঙ্গুড়া হেলথ কেয়ার নামের একটি ক্লিনিকে লক্ষাধিক টাকা বেতনে কর্মরত থেকে চিকিৎসা সেবা দিয়ে আসছিলেন। তিনি ঢাকার ডা: মাসুদ করিম এর নাম, বিএমডিসির রেজিস্ট্রেশন নম্বর ও সনদ ব্যবহার করে চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন। প্রকৃত ডা: মাসুদ করিমের অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত করে নীলফামারী জেলা পুলিশের সহায়তায় সৈয়দপুর থেকে মাসুদ করিম নামধারী ভুয়া চিকিৎসককে গ্রেফতার করা হয়েছে। তাকে পাবনায় আনা হচ্ছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন