কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট বাজার থেকে অজ্ঞান পার্টির ২সদস্যকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।
সোমবার দুপুরে বসুরহাট নতুন বাসস্টান্ড থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হচ্ছেন, পিরোজপুর জেলার জিয়া নগর এলাকার ভবানিপুর গ্রামের মৃত আবদুল বারেক হাওলাদারের ছেলে মনির হোসেন মজনু (৪২) ও তার ভাই রাসেল হাওলাদার (৩৩)।
কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন বড়–য়া জানান, আটককৃতদের কাছ থেকে অচেতন করার কিছু মলমসহ একটি ব্যাগ জব্দ করা হয়েছে। ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন