রাজধানীর ওয়ারী থানাধীন গোপীবাগে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শান্ত (১৮) নামে এক তরুণ নিহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ১১টার দিকে গোপীবাগের রেলগেটের পাশের এলাকায় এ ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে। গতকাল সকাল ৭টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। পুলিশের ভাষ্য, শান্ত ডাকাত দলের সদস্য। তার বাবার নাম মো. ফারুক।
ওয়ারী থানার ওসি আজিজুর রহমান বলেন, সোমবার রাত সাড়ে ১১টার দিকে গোপীবাগ এলাকায় হুমায়ূন সাহেবের বাড়ির পাশে ডাকাতির প্রস্তুতি নিয়েছে এমন তথ্যের ভিত্তিতে অভিযানে যায় পুলিশ। এ সময় ডাকাত দলের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। পরে ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় শান্তকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে গতকাল ভোর ৪টার দিকে তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সকাল ৭টার দিকে মারা যায় শান্ত। পুলিশের দাবি, গোলাগুলির সময় সুকান্ত ও রকিবুল ইসলাম নামে দুই এসআই গুরুতর আহত হয়েছেন। তাদের একজন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও আরেকজন আজগর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে ওসি জানান। হাসপাতাল সূত্রে জানা গেছে, ওয়ারী থানার এসআই মফিজ উদ্দিন শান্তকে ঢামেকে নিয়ে আসেন। শান্তের ডান পায়ে দুটি গুলি লেগেছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন