মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ১২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

এসএসসি পরীক্ষার্থীকে নির্যাতন

মাদারীপুর জেলা সংবাদদাতা: | প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:২৩ এএম

মাদারীপুরের ডাসার সরকারি শেখ হাসিনা উইমেন্স একাডেমীতে এক এসএসসি পরীক্ষার্থীকে পুলিশ ও আরেক শিক্ষার্থীর অভিভাবকেরা নির্যাতন করেছে। আহত শিক্ষার্থীকে গুরুতর অবস্থায় মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় শিক্ষার্থীরা হাসপাতালের সামনে পুলিশের বিচার দাবি করে বিক্ষোভ করে। আহতের পরিবার সূত্রে জানা গেছে, মাদারীপুরের ডাসারের সনমন্দি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী জাহিদ খান সরকারি শেখ হাসিনা উইমেন্স এন্ড একাডেমীতে ধর্ম পরীক্ষার সময় মিতু আক্তার নামে এক ছাত্রীর সাথে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি হলে পরীক্ষা শেষে কেন্দ্রের বাইরে জাহিদ এলে মিতুর বাবা আনিস তালুকদার ও ভাইয়েরা মিলে জাহিদকে মারধর করে। এ সময় তাদের সাথে কেন্দ্রের দায়িত্বে থাকা পুলিশ কনস্টেবল জামালসহ কয়েক পুলিশও বেধড়কভাবে জাহিদকে পিটিয়ে গুরুতর আহত করে। অজ্ঞান অবস্থায় অন্যান্য সহপাঠিরা তাকে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যায়। ডাসার থানার ওসি গোলাম কিবরিয়া পুলিশের হাতে নির্যাতনের কথা অস্বীকার করে বলেন, মিতু ও জাহিদের কথা কাটাকাটি নিয়ে মারধরের ঘটনা ঘটেছে। পুলিশ তাকে নির্যাতন করেনি। আনিসা নামে এক সহপাঠি বলেন, আমাদের সামনে পুলিশ জাহিদকে নির্যাতন করেছে। মারতে মারতে লাঠি ভেঙে ফেলেছে। জাহিদ বমি করে দিলে পরে ছেড়ে দেয়। আমরা ওই পুলিশের বিচার চাই।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন