শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

বেসিস সফটএক্সপো শুরু ১৯ মার্চ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০১৯, ৬:১৭ পিএম

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের প্রদর্শনী বেসিস সফটএক্সপো শুরু হবে ১৯ মার্চ। তিনদিনব্যাপী এই প্রদর্শনী শেষ হবে ২১ মার্চ। বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর বসুন্ধধারায় আন্তর্জাতিক কনভেনশন সিটিতে এই প্রদর্শনী হবে। শনিবার কারওয়ান বাজারে বেসিস অডিটোরিয়াম বেলা সাড়ে ১১টায় এ উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সংবাদ সম্মেলনে বেসিসের সভাপতি সৈয়দ আলমাস কবীর এবং সিনির সহ-সভাপতি ও সফটএক্সপো ২০১৯ এর আহ্বায়ক ফারহানা এ রহমান প্রদর্শনীর নানান দিক তুলে ধরবেন। এবারের প্রদর্শনীর স্লোগান হচ্ছে ‘টেকনোলজি ফর প্রসপারিটি’।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন