রাজশাহী ব্যুরো : বিশিষ্ট চিকিৎসক এহসান হককে শিশু অধিকার ও মানব সেবায় বিরল দৃষ্টান্ত রাখার স্বীকৃতি স্বরূপ ‘হিউমানিন্ধারিয়ান এওয়ার্ড’ প্রদান করেছে রাজশাহী মেডিকেল কলেজ। গতকাল দুপুরে রাজশাহী মেডিকেল কলেজের আমির উদ্দিন গালারিতে এক সংবর্ধনা অনুষ্ঠানে এ এওয়ার্ড প্রদান করা হয়। রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মাসুম হাবিব, বিএমএর সাধারণ সম্পাদক খলিলুর রহমান ছাড়াও রাজশাহী মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। ডা. এহসান হক অনুষ্ঠানে জার্নি ফর রাইটস অ্যান্ড সাইট শিরোনামে আলোচনা উপস্থাপন করেন।
ডা. এনসান হক ১৯৬৪ সালে বরিশাল জেলায় জন্মগ্রহণ করেন। তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের একজন শিক্ষার্থী এবং অনুষদ ছিলেন।
মন্তব্য করুন