গভীর সাগরে মাছের ট্রলার থেকে উদ্ধার করা হয়েছে এক লাখ পিস ইয়াবা। গতকাল শুক্রবার নবগঠিত র্যাব ব্যাটালিয়ন র্যাব-১৫ এর একদল চৌকস সদস্য এ অভিযান পরিচালনা করেন।
র্যাব-৭ চট্টগ্রামের কর্মকর্তারা জানান, কক্সবাজার শহরের খুরশকুল এলাকায় গভীর সমুদ্রে আটক একটি মাছ ধরার ট্রলারের ভিতর সুকৌশলে লুকানো ছিল ইয়াবার চালানটি। এসময় এনায়েত উল্লাহ (২৫), আবুদর হামিদ (২২), করিমুল্লাহ (২৬) ও মোঃ রশিদুল্লাহকে (২৪) গ্রেফতার করা হয়। তাদের সবার বাড়ি কক্সবাজারের টেকনাফে।
জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায় মিয়ানমার থেকে আনা এ চালানটি প্রথমে টেকনাফের সী-বীচ এলাকায় খালাস করার চেষ্টা করে তারা। কিন্তু সেখানে খালাস করতে ব্যর্থ হয়ে কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা করে। আগেও তারা ইয়াবার বেশ কয়েকটি চালান টেকনাফ ও কক্সবাজারের বিভিন্ন পয়েন্টে খালাসের কথা স্বীকার করেছে। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য পাঁচ কোটি টাকা বলে জানায় র্যাব।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন