চট্টগ্রাম সাংবাদিক হাউজিং কো-অপারেটিভ সোসাইটির সভাপতি দৈনিক সমকালের সিনিয়র রিপোর্টার স্বপন কুমার মল্লিকের মা পদ্মা রানী মল্লিক (৮০) গত শুক্রবার চমেক হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ১ মেয়ে, নাতি-নাতনীসহ আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। পদ্মা রাণী মল্লিক পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নের দক্ষিণ চাটরা গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী মৃত ফনিন্দ্র লাল মল্লিকের স্ত্রী।
তার মৃত্যুতে চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি কলিম সরওয়ার, সাধারণ সম্পাদক শুকলাল দাশ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি নাজিম উদ্দিন শ্যামল, সিইউজে ও সাংবাদিক হাউজিং সোসাইটির সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস পৃথক বিবৃতিতে গভীর শোক প্রকাশ ও পরিবারের প্রতি সমাবেদনা জানান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন