শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

এশায়াত সম্মেলনের প্রস্তুতি সভা সম্পন্ন

| প্রকাশের সময় : ১৭ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশের উদ্যোগে আগামী ২ মার্চ শনিবার ঢাকা গুলিস্থান কাজী বশির মিলনায়তন সম্মুখস্থ ময়দানে অনুষ্ঠিতব্য কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফ তরিক্বতের ঐতিহাসিক এশায়াত সম্মেলন’র প্রস্তুতি সভা গত শুক্রবার বাদ আসর পল্টনস্থ মুনিরী ট্রেড সেন্টার খানকা শরীফে এশায়াত সম্মেলন বাস্তবায়ন পরিষদের আহবায়ক আলহাজ মুহাম্মদ নজরুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

আসন্ন এশায়াত সম্মেলন সুন্দর ও সুচারুরূপে বাস্তবায়নের লক্ষ্যে গঠিত বিভিন্ন উপ-পরিষদের আহবায়কগণ নিজ নিজ পরিষদের গৃহীত চ‚ড়ান্ত কর্মসূচিসমূহ সভায় উপস্থাপন করেন। এছাড়া সম্মেলন বাস্তবায়ন পরিষদের সচিব ছিবগাতুল্লাহ মোহাম্মদ আরিফ, অধ্যাপক মুহাম্মদ শহিদুল ইসলাম, প্রকৌশলী মোহাম্মদ মাসুদ ইকবাল চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী মুহাম্মদ আবু কাউছার চৌধুরী, আলহাজ মুহাম্মদ আনোয়ার উল্লাহ, মুহাম্মদ আবদুল মোমেন প্রমুখ বক্তব্য রাখেন।

পরিশেষে কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের প্রতিষ্ঠাতা খলিলুল্লাহ, আওলাদে মোস্তফা, খলিফায়ে রাসূল (দঃ), হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহু’র নেক নজর ও ফুয়ুজাতের উছিলায় এশায়াত সম্মেলনের সফলতা, বিশ্ব মুসলিম উম্মাহ্র শান্তি, দেশের অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে মহান আল্লাহর দরবারে মুনাজাতের মাধ্যমে প্রস্তুতি সভা সম্পন্ন করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন