বিমান বাহিনী যথাযোগ্য মর্যাদায় শহীদ সার্জেন্ট জহুরুল হকের ৫০তম দৃত্যুবার্ষিকী শুক্রবার পালন করা হয়েছে। এ উপলক্ষে চট্টগ্রাম বিমান বহিনী ঘাঁটি জহুরুল হক কেন্দ্রীয় মসজিদে বাদ জুমা এক মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মিলাদ শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত ও দেশের অব্যাহত শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
আইএসপিআরের বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ১৯৬৯ সালের ১৫ ফেব্রুয়ারি আগরতলা ষড়যন্ত্র মামলায় ঢাকা সেনানিবাসে আটক অবস্থায় পাকিস্তানি সেনাবাহিনীর হাতে তিনি নিহত হন। মিলাদ মাহফিলে সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল এম আবুল বাশার, ঘাটি এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মফিদুর রহমানসহ ঘাটির উর্ধ্বতন কর্মকর্তা, বিমানসেনা এবং অন্যান্য পদবীর সদস্যরা উপস্থিত ছিলেন।-আইএসপিআর
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন