শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

মরহুম আলতাফ হোসেন গোলন্দাজর এমপির ১২তম মৃত্যুবার্ষিকী আজ

গফরগাঁও উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৭ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

ময়মনসিংহ-১০ (গফরগাঁও) থেকে তিনবার নির্বাচিত সাবেক জাতীয় সংসদ সদস্য ও একবার উপজেলা চেয়ারম্যান সকলের জনপ্রিয় নেতা মরহুম আলহাজ্ব আলতাফ হোসেন গোলন্দাজের আজ রোববার ১২তম মৃত্যুবার্ষিকী। ২০০৭ইং সনের ১৭ফেব্রুয়ারি তিনি ঢাকায় ইন্তেকাল করেন। ১৯৯১ থেকে ২০০১ সাল পর্যন্ত জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে তিনি বিপুল ভোটে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। মরহুমের দ্বিতীয় ছেলে একবার উপজেলা চেয়ারম্যান দু’বার বিপুল ভোটে নির্বাচিত ময়মনসিংহ (গফরগাঁও) আসনের জাতীয় সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল।
মরহুম গফরগাঁও উপজেলা সদরের আলতাফ গোলন্দাজ ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা। বর্তমানে এ কলেজের ফলাফল সবার শীর্ষে। মরহুমের মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে আলতাফ গোলন্দাজ ডিগ্রী কলেজের উদ্যোগে কলেজ প্রাঙ্গণে এক বিশাল অলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মরহুমের ছেলে সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন