জয়পুরহাট জেলা সংবাদদাতা : জয়পুরহাটের বানিয়াপাড়া এলাকা থেকে গলায় রশি দিয়ে গাছে ঝোলানো অবস্থায় আনুমানিক ৩৫ বছরের অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
জয়পুরহাট সদর উপজেলার বানিয়াপাড়ার এলাকায় গতকাল শনিবার ভোর রাতে জয়পুরহাট-বগুড়া মহাসড়কের হাইওয়ে পুলিশ বক্স এলাকায় গাছের সাথে অজ্ঞাত পরিচয় এক যুবকের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা আধুনিক হাসপাতালে পাঠানো হয়। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ হোসেন জানান এলাকাবাসীর খবর পেয়ে লাশ উদ্ধারের পর তার পরিচয় নিশ্চিত করার জন্য পুলিশ চেষ্টা করছে। তবে ধারণা করা হচ্ছে ওই যুবক জয়পুরহাট সদরের বাসিন্দা নয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন