টঙ্গী সংবাদদাতা : টঙ্গীর সাতাইশ এলাকার তানাজ ফ্যাশন লিমিটেড নামে একটি তৈরি পোশাক কারখানায় গতকাল শনিবার বিকেলে অগ্নিকাÐের ঘটনা ঘটেছে। এতে তাড়াহুড়ো করতে নামতে গিয়ে ওই কারখানার ১০ শ্রমিক আহত হয়েছেন।
গাজীপুরের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. আক্তাররুজ্জামান জানান, তানাজ ফ্যাশন লিমিটেড নামে তৈরি পোশাক কারখানার ৯ তলা ভবনের ৩য় তলায় কার্টনে আগুন লাগে।
খবর পেয়ে জয়দেবপুর ও টঙ্গী ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তাৎক্ষণিক আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।
এদিকে আগুন লাগার খবর ছড়িয়ে পড়লে কারখানা থেকে তাড়াহুড়ো করে নামতে গিয়ে কারখানার ১০ শ্রমিক আহত হয়েছেন। তাদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিক ও হাসপাতালে পাঠানো হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন