শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের অগ্নিকান্ডের ঘটনায় গঠিত দু’টি তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেয়ার নির্ধারিত সময় শেষ হয়েছে রোববার (১৭ ফেব্রুয়ারি)। নির্ধারিত সময়ের মধ্যেই স্বাস্থ্য মন্ত্রণালয় গঠিত উচ্চতর তদন্ত কমিটি তাদের প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা দিয়েছে। তবে হাসপাতালের তদন্ত কমিটি আরও তিন দিনের সময় চেয়ে আবেদন করেছে। দুই তদন্ত কমিটির প্রধান এ তথ্য নিশ্চিত করেছে। গত বৃহস্পতিবারের অগ্নিকান্ডের ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয় ও হাসপাতালের পক্ষ থেকে দু’টি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে তিনদিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়। গত শুক্রবার থেকে তদন্ত কমিটি কার্যক্রম শুরু করে।
মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটর প্রধান অতিরিক্ত সচিব বাবুল কুমার সাহা বলেন, মন্ত্রণালয়ে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছি। তিনদিন খুব বেশি সময় নয়। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। তবে তদন্তে কী তথ্য উঠে এসেছে এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান তিনি।
হাসপাতালের তদন্ত কমিটির প্রধান প্রফেসর ডা. পঙ্কজ কুমার সাহা বলেন, এখনও তথ্য সংগ্রহের কাজ চলছে। আমরা অভিজ্ঞ নই। তাই তিন দিন আমাদের জন্য পর্যাপ্ত ছিল না। আমরা আরও তিন দিন সময় চেয়ে আবেদন করেছি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন