শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

সোনাকান্দা দরবার শরীফে মাহফিল প্রস্তুতি সভা

মুরাদনগর (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৮ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

কুমিল্লার মুরাদনগর উপজেলার ঐতিহ্যবাহী সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফে আগামী ২৬ ও ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বার্ষিক মাহফিল উপলক্ষে স্থানীয় প্রশাসনসহ বিভিন্ন দপ্তরের লোকজনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার দুপুরে সোনাকান্দা দারুল হুদা কামিল মাদরাসার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আব্দল্লাহ হারুন এফসিএ। মাহফিলের সময় যানজট নিরসন, পার্কিং ব্যবস্থা, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, অগ্নি নিবারণ ব্যবস্থা, আইন শৃঙ্খলাসহ বিভিন্ন ব্যবস্থাপনা বিষয়ে আলোচনা হয়।
দরবার শরীফের পীর প্রিন্সিপাল মাওলানা মুহাম্মদ মাহমুদুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নাহিদ আহম্মেদ, কুমিল্লা জেলা পরিষদের সদস্য খাইরুল আলম সাধন, ভিপি জাকির হোসেন, ইউপি চেয়ারম্যান মধ্যে আব্দুল মান্নান, নজরুল ইসলাম, কাইয়ুম ভূইয়া, শরিফুল ইসলাম, ওমর ফারুক, সাবেক চেয়ারম্যান মোহাম্মদ বশীর, আবুল হাসেম বেগ, আব্দুল হাকিম সওদাগর, কুমিল্লা-১ পল্লী বিদ্যুৎ সমিতির বাঙ্গরা জোনাল অফিসার মাহফুজার রহমান, সোনাকান্দা মাদরাসার উপাধক্ষ বেলাল হোসাইন আফসারী প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন