বুধবার ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

মুক্তাগাছায় খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে চাল আত্মসাতের অভিযোগ

মো. শামসুল আলম খান : | প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:৩৪ এএম

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা কর্নেলিউস চিসিমের বিরুদ্ধে ২শ’ ২২ মে. টন চালসহ নানা অনিয়ম-দুর্নীতির চিত্র তুলে ধরে জেলা খাদ্য নিয়ন্ত্রকের কাছে লিখিত অভিযোগ করেছেন স্থানীয় মেসার্স রাহাত অটো রাইস মিলের কর্ণধার মো. আব্দুস সাত্তার। অভিযোগে তিনি দাবি করেন বিষয়টি ময়মনসিংহ-৫ মুক্তাগাছা আসনের সংসদ সদস্য সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বাবু ও জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস অবগত থাকার পরও ওই কর্মকর্তার বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না।
গত ১৩ ফেব্রুয়ারি মেসার্স রাহাত অটো রাইস মিলের কর্ণধার মো. আব্দুস সাত্তার ময়মনসিংহ জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. জাহাঙ্গীর আলমের কাছে দায়ের করা লিখিত আবেদনে এমন দাবি করেন।
অভিযোগে মো. আব্দুস সাত্তার জানান, ২০১৮-১৯ অর্থ বছরে মেসার্স রাহাত অটো রাইস মিল-১ ও ২ এর অনুক‚লে ৪১৭.৯৯০ মে. টন চাল বরাদ্ধ হয়। এরপর ২০১৮ সালের ১৮ ডিসেম্বর ২৬৫.২৯০ মে. টন চাল সরবরাহ করেন তিনি। কিন্তু ওই কর্মকর্তা বিল না দিয়ে নানা অজুহাত দেখিয়ে সময়ক্ষেপন করে সাত কিস্তিতে ২৬৪.২৯০ মে. টনের বিল পরিশোধ করেন। আব্দুস সাত্তার আরো জানান, ভারপ্রাপ্ত কর্মকর্তা কর্নেলিউস চিসিম সরকারী এ খাদ্য গুদাম থেকে ২শ’ ২২ মে. টন চাল আত্মসাত করে বিভিন্ন মিলারদের কাছ থেকে চাল এনে গুদামে মজুদ ঠিক রাখেন। কিন্তু ওইসব মিলারদের বিল পরিশোধ না করায় চাপের মুখে কয়েকটি চেক দিয়ে তিনশ’ টাকার স্ট্যাম্পে স্বাক্ষর করে গত ৫ ফেব্রুয়ারী বিল পরিশোধের প্রতিশ্রুতি দেয়। কিন্তু এখনো ওই মিলারদের বিল পরিশোধ করেননি ওই কর্মকর্তা। ফলে বিল আত্মসাতের ভয়ে আমি বরাদ্ধের বকেয়া চাল সরবরাহ করতে পারছি না। বিষয়টি স্থানীয় সংসদ সদস্য সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বাবু ও জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস অবগত থাকার পরও ওই কর্মকর্তার বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ না করায় আমিসহ অনেকে মিলার চাল সরবরাহে ভয় পাচ্ছি।
জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. জাহাঙ্গীর আলম বলেন, মিলারের আবেদনের প্রেক্ষিতে বরাদ্ধ সরবরাহের সময় বৃদ্ধি করা হয়েছে। তিনি চাইলে বর্তমান কর্মকর্তার মাধ্যমে অথবা নতুন কর্মকর্তা যোগদান করার পর নির্ধারিত সময়ের মধ্যে বরাদ্ধকৃত চাল গুদামে সরবরাহ করতে পারবেন। তবে গুদামে মজুদ ঠিক থাকায় এবং ওই কর্মকর্তার দুর্নীতির সুনির্দ্দিষ্ট কোন লিখিত অভিযোগ না থাকায় তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুযোগ নেই’ বলে জানান তিনি।
এবিষয়ে জানতে ময়মনসিংহ-৫ মুক্তাগাছা আসনের সংসদ সদস্য সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বাবুর মুঠোফোনে যোগাযোগ করা হলেও তার বক্তব্য জানাযায়নি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন