শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

বাগেরহাটে পাথরের সাথে খোয়া মিলিয়ে চলছে কার্পেটিং বাধা দেয়ায় প্রকৌশলী লাঞ্ছিত

প্রকাশের সময় : ১৫ মে, ২০১৬, ১২:০০ এএম

মোরেলগঞ্জ উপজেলা সংবাদদাতা : এবার রডের পরিবর্তে বাঁশ না পাথরের সাথে ইটের খোয়া মিলিয়েই কার্পেটিং করা হচ্ছে বাগেরহাটের সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের কাজ। আর এ কাজে বাধা দেয়ায় ঠিকাদারের ক্যাডারের হাতে শারিরীকভাবে লাঞ্ছিত হয়েছেন একজন উপ-সহকারী প্রকৌশলী। শুক্রবার দুপুরের পরে সোলোমবাড়ীয়া বাস স্টেশন এলাকায় এ হামলার ঘটনা ঘটে। ঐ দিন রাতেই মোরেলগঞ্জ থানায় উপসহকারী প্রকৌশলী মো. সোয়েব হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেছেন। শুক্রবার কার্পেটিংয়ের কাজ তদারকীতে আসেন বাগেরহাট জেলার উপসহকারী প্রকৌশলী মো. সোয়েব হোসেন। এ সময় তিনি অনিয়ম দেখে কাজে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের লোক পে-লোডার অপারেটর সেলিম ওরফে সলিম ওই প্রকৌশলীকে মারপিট করেন। গুরুতর আহত প্রকৌশলীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। উপ-বিভাগীয় প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম শনিবার বিকেলে মোবাইল ফোনে বলেন, অনিয়মে বাধা দেয়ায় সোয়েব হোসেনকে মারপিট করেছে। তাই মামলা করা হয়েছে। পাথরের সাথে খোয়া মিলানোর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কোন অনিয়মকেই ছাড় দেয়া হবে না এবং অনুসন্ধান চালিয়ে কাজের সংশোধন করা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন