শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

চবিতে ১৬ ছাত্রের বিরুদ্ধে ব্যবস্থা

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২০ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৪ এএম

শৃঙ্খলা ভঙ্গ ও বিভিন্ন অপরাধে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দুই শিক্ষার্থীর সনদ স্থগিতসহ ১৬ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার ভিসি প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বোর্ড অব রেসিডেন্স, হেলথ অ্যান্ড ডিসিপ্লিন কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। সনদ স্থগিত হয়েছে মো. জামশেদুল কবির ও মো. আনোয়ার হোসেনের। ছাত্রত্ব বাতিল হয়েছে মো. মাঈন নেওয়াজের।
এক বছরের জন্য বহিষ্কার হয়েছেন সৈয়দ ফাহিম জাফরী, মোশারফ হোসেন সিকদার, এইচ এম হাসানুজ্জামান, মিজানুর রহমান ফকির, মো. সাব্বির হোসেন এবং ছয় মাসের জন্য বহিষ্কার হয়েছেন মো. ইমরান নাজির ইমন, জিয়াউল হক মজুমদার, দ্বীপায়ন দেব, মো. সাবিরুল ইসলাম, অর্ণব বড়ুয়া, জুবায়ের আহমদ ও মো. মামুনুর রশিদ। এছাড়া সামিয়ক বহিষ্কার হয়েছেন মোহাম্মদ আসফার হোসেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন