চকবাজারের অগ্নিকান্ডের ঘটনায় বৃহস্পতিবার দুপুর থেকে লাশ শনাক্তের পর হস্তান্তর শুরু করা হয়। প্রিয়জনের লাশ নিয়ে ঢাকার বাইরে বাড়ির পথ ধরেন অনেকেই। আর ঢাকার কয়েকজনের লাশ গতকাল দাফন করা হয় আজিমপুরের কবরস্থানে।
আজিমপুর কবরস্থানের জ্যেষ্ঠ মোহরার হাফেজ মো. হাফিজুল ইসলাম বলেন, বিকাল সাড়ে ৫টার দিকে অগ্নিকান্ডে নিহত পুরান ঢাকার কেবি রোডের বাসিন্দা মো. ইয়াসিনের (৩৩) লাশ দাফন করা হয়। আর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ইসহাক (৪০) নামের আরেকজনের লাশ দাফন করা হয়।
তিনি বলেন, চকবাজারের অগ্নিকান্ডের পর কর্তৃপক্ষ কবর প্রস্তুত করে রাখতে বলেছে। আমরা ৮৫টি কবর প্রস্তুত করে রেখেছি। যখনই লাশ দাফন করতে স্বজনরা নিয়ে আসবেন, আমরা প্রস্তুত রয়েছি। প্রয়োজনে সারারাত থাকব।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন