শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

স্বামীর রহস্যজনক মৃত্যু : স্ত্রী আটক

খুলনা ব্যুরো : | প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৬ এএম

খুলনার পাইকগাছায় কৃষ্ণপদ ঘোষ (৩৮) নামে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্ত্রী দেবী মন্ডলকে (২৮) আটক করেছে পুলিশ। কৃষ্ণপদ উপজেলার দেলুটি ইউনিয়নের সেনেরবেড় গ্রামের মৃত সুরেন্দ্র ঘোষের ছেলে। গতকাল দুপুরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

এলাকাবাসী জানায়, গত শুক্রবার রাত ১০টার দিকে কৃষ্ণপদ নিজ বসত ঘরের আড়ার সঙ্গে চাদর পেচিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ শনিবার দুপুরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুমেক হাসপাতালে পাঠায়। এ সময় আত্মহত্যার বিষয়টি রহস্যজনক মনে হওয়ায় পুলিশ সন্দেহজনক কৃষ্ণপদ ঘোষের স্ত্রী দেবী মন্ডলকে আটক করে। পাইকগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) অনিষ মন্ডল জানান, মৃত ব্যক্তির মুখে আঁচড়ের চিহ্ন রয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন