শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

সম্মাননা পেলেন ইনকিলাবের নদভী

স্টাফ রিপোর্টার: | প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৬ এএম

ঈমানের শক্তিতে বলিয়ান হয়ে আবার আল্লাহ ও রাসূল নির্দেশিত ইসলামের অকৃত্রিম শিক্ষা নিয়ে জীবন পথে এগুতে হবে। গতকাল রাজধানীর একটি হোটেলে আল আজহার ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে অনুষ্ঠিত এই সেমিনারে বক্তাগণ এসব কথা বলেন। আন্তর্জাতিক মানের এ সেমিনারে আরবী কী নোট পেপার পাঠ করেন মিসরের আল আজহার ইউনিভার্সিটির প্রফেসর ড. আহমদ সিদকী। আরবী প্রবন্ধ পেশ করেন ড. আব্দুল মুকিত আল আজহারী। ইংরেজী প্রবন্ধ পাঠ করেন সোসাইটির সেক্রেটারী শায়খ ফয়জুল ইসলাম। আলোচক ও অতিথি হিসবে ছিলেন ঢাকাস্থ আরব আমিরাত দূতাবাসের সহকারী মিশন প্রধান, ড্যাফোডিল ইউনিভার্সিটির ভিসি, মধ্যপ্রাচ্য ভিত্তিক দাতা সংস্থার চেয়ারম্যান, আল ফুজাযরা চ্যারিটির কান্ট্রিচীফ সহ অনেক মেহমান। সেমিনারে অংশ নেন ইসলাম টাইমস এর সম্পাদক শরীফ মুহাম্মদ, বিআইআইটির ফেলো ড. আব্দুল আজিজ, সৌদি দূতাবাসের ধর্মীয় কর্মকর্তা আব্দুস সোবহান আল আজহারী, ইউএই দূতাবাসের আতাউর রহমান নাহিদ, সংস্কার সম্পাদক ড. ইসমাঈল প্রমুখ। সেমিনার শেষে গুণীজন সম্মাননা দেওয়া হয়। আল আজহারের পক্ষ থেকে অন্যান্যের মাঝে ইসলামী শিক্ষা ও বিজ্ঞানের প্রসার এবং মিডিয়ায় গুরুত্ব অবদানের জন্য দৈনিক ইনকিলাবের সহকারী সম্পাদক উবায়দুর রহমান খান নদভীকে সম্মাননা প্রদান করা হয়। তিনি বিশেষ অতিথি হিসাবে সেমিনারে বিষয় বস্তুর ওপর এবং উপস্থাপিত সব পেপারের ওপর আলোকপাত করে আরবীতে বিশদ বক্তব্য রাখেন এবং সম্মাননার জন্য আল আজহার সোসাইটিকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে কূটনৈতিক মিশনের কর্মকর্তা, শিক্ষাবিদ, গবেষকসহ মিশরের আল আজাহার থেকে পিএইচডি, মাস্টার্স, গ্র্যাজুয়েট করা বাংলাদেশী ওল্ড বয়েজ ও বর্তমান শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন