রাজধানীর রামপুরায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট অল্প সময়ের মধ্যেই সেটি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। গতকাল দুপুর ১টা ২০ মিনিটে বিটিভির লাইব্রেরি ভবনে এ আগুনের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার মো. রাসেল বলেন, দুপুর ১টা ২০ মিনিটে বিটিভি কম্পাউন্ডের ভেতরে লাইব্রেরি ভবনের তৃতীয় তলা থেকে ধোয়া বের হতে দেখে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দ্রুততর সময়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি বলেন, বৈদ্যুতিক গোলযোগ ধোয়া বের হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন