রাজধানীর এলিফ্যান্ট রোডের নিজ বাসা থেকে ইডেন মহিলা কলেজের সাবেক প্রিন্সিপাল মাহফুজা চৌধুরী পারভীনকে হত্যার ঘটনায় গৃহকর্মী রেশমা বেগমকে গ্রেফতার করেছে পুলিশ। রেশমা এ হত্যা মামলার প্রধান আসামি। মাহফুজাকে হত্যার পর এতদিন তিনি আত্মগোপনে ছিলেন। নিউমার্কেট থানা পুলিশ অভিযান চালিয়ে রেশমাকে গতকাল রোববার গ্রেফতার করে। এর আগে একই মামলায় অপর গৃহকর্মী স্বপ্নসহ দুইজনকে গ্রেফতার করেছিল পুলিশ। গত ১০ ফেব্রুয়ারি রাত ৮টার দিকে রাজধানীর এলিফ্যান্ট রোডের সুকন্যা টাওয়ার ভবনে নিজ বাসা থেকে ইডেন কলেজের সাবেক প্রিন্সিপাল মাহফুজা চৌধুরী পারভীনের লাশ উদ্ধার করে পুলিশ। হত্যাকান্ডের পর থেকেই ওই বাসার গৃহকর্মীরা নিখোঁজ ছিল। এরপর ১১ ফেব্রুয়ারি নিহতের স্বামী ইসমত কাদির গামা দুই গৃহকর্মী স্বপ্না (৩০) ও রেশমাকে (৩৬) আসামি করে নিউমার্কেট থানায় মামলা দায়ের করেন। নিহতের ময়নাতদন্ত শেষে ঢামেক ফরেনসিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ সাংবাদিকদের জানিয়েছিলেন, নিহত নারীর ঠোঁটে, মুখে ও আঙ্গুলে ধস্তাধস্তির চিহ্ন পাওয়া গেছে। একটা আঙ্গুল ভাঙা ছিল। তাকে মুুখ চেপে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন