শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ঢাকায় গ্রেফতার ছয় খুুনের আসামি ইউপিডিএফ নেতা

বিশেষ সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৫ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৪ এএম

ইউপিডিএফের কেন্দ্রীয় নেতা আনন্দ প্রকাশ চাকমাকে গতকাল রাজধানীর শেরে বাংলানগর এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব। রাঙামাটির নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান শক্তিমান চাকমা ও ইউপিডিএফ গণতান্ত্রিকের প্রধান তপনজ্যোতি চাকমা বর্মাসহ ছয় খুনের আসামি তিনি। র‌্যাব-২ কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ আলী জানান, র‌্যাব-২ এর একটি দল শেরেবাংলা নগর এলাকায় অভিযান চালিয়ে ৫৯ বছর বয়সী আনন্দ প্রকাশকে গ্রেফতার করেন। আগারগাঁও স্টাফ কলোনিতে মেয়ের বাসায় আত্মগোপন করে ছিলেন তিনি। ওই ছয় খুনের ঘটনায় যে মামলা হয়েছে, তাতে আনন্দ প্রকাশ চাকমাও আসামি। তবে সন্তু লারমার জেএসএস এবং প্রসীত খিসার ইউপিডিএফ ওই হত্যাকান্ডে জড়িত থাকার কথা অস্বীকার করে আসছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন