শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

অপহৃত নারী উদ্ধার চার যুবক আটক

সিলেট ব্যুরো : | প্রকাশের সময় : ২৫ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৪ এএম

সিলেট নগরীর একটি বাসা থেকে অপহৃত নারী মোছা. জেসমিন বেগমকে (২৫) উদ্ধার করেছে পুলিশ। অপহৃত নারী সুনামগঞ্জ জেলার সদর উপজেলার কুতুবপুর গ্রামের মো. তাজ মিয়ার স্ত্রী। তিনি সিলেট শহরতলির বিমানবন্দর এলাকার বাসিন্দা ছিলেন। গতকাল রোববার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় সিলেট নগরীর নর্থইস্ট ফিলিং ষ্টেশন সংলগ্ন একটি বাসা থেকে তাকে উদ্ধার করা হয়। এ সময় ৪ অপহরণকারীকে আটক করে কোতোয়ালী মডেল থানা পুলিশ।

আটককৃতরা হলেন, সুনামগঞ্জ জেলার দোয়ারা বাজারের সুলতানপুর গ্রামের বাবুল মিয়ার পুত্র সাইদুল ইসলাম (২২), একই গ্রামের মো. নূর আলীর পুত্র মো. মাসুক মিয়া (২০), একই উপজেলার পাঠানটুলা গ্রামের জালাল মিয়ার পুত্র মনির হোসেন ফিরোজ (২৬), ধর্মপাশা উপজেলার রাজপুর গ্রামের আলী নুর মিয়ার পুত্র মো. আব্দুর রহমান (২২)। আসামিদের নিকট হতে স্বর্ণের নাকফুল, মোবাইল সেট জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দুপুর ১টায় নগরীর মদিনা মার্কেট পয়েন্ট থেকে মোছা. জেসমিন বেগম অপহরণ হন। এ সময় তার কাছ থেকে স্বর্ণের নাকফুল, মোবাইল সেট ও নগদ টাকা নিয়ে নেয় এবং তাকে আটকে রেখে আত্মীয় স্বজনের নিকট হতে মুক্তিপণ দাবি করে অপহরণ চক্রের সদস্যরা।
কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সেলিম মিঞার নেতৃত্বে অভিযান চালিয়ে নর্থইস্ট ফিলিং স্টেশন সংলগ্ন একটি বাসা থেকে তাকে উদ্ধার ও অপহরণকারীদের আটক করা হয়।
আসামিরা দীর্ঘদিন যাবৎ সিলেট মহানগর এলাকায় ছিনতাই, ডাকাতি, অপহরণসহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড করে আসছে। তাদের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় আরো ২টি মামলা রয়েছে বলে জানা গেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন