রাজধানীর বানিজ্যিক এলাকা মতিঝিলে ব্যানার নিয়ে সড়ক অবরোধ করে রেখেছে সেন্ট্রাল উইমেন্স কলেজের শিক্ষার্থীরা।
আজ সকাল সাড়ে ৯টা থেকে ওই বিদ্যাপীঠের শিক্ষার্থীরা মতিঝিল শাপলা চত্বরে অবস্থান নেয়। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
মতিঝিল থানা পরিদর্শক (তদন্ত) মনির হোসেন মোল্লা জানান, সেন্ট্রাল উইমেন্স কলেজের উপাধ্যক্ষ্যের বহিস্কারের দাবিতে শিক্ষার্থীরা শাপলা চত্বরে অবস্থান করছেন।
ওই কলেজের বহিস্কৃত অধ্যক্ষ মো. ইফতেকার আলী ষড়যন্ত্রের শিকার হয়েছেন দাবি জানিয়ে উপাধ্যক্ষের বহিস্কার চেয়ে আজ শিক্ষার্থীরা রাস্তায় নামে।
তিনি বলেন, এর আগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে সেন্ট্রাল উইমেন্স কলেজের অধ্যক্ষ মো. ইফতেকার আলীকে বহিস্কার করে বিদ্যাপীঠটির ম্যানেজিং কমিটি।
শেষ খবর পাওয়া পর্যন্ত শিক্ষার্থীরা মতিঝিল শাপলা চত্বরে অবস্থান করছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন