২০১৭ সালের পারফর্মেন্সের ভিত্তিতে ¯œাতক পর্যায়ে ঢাকা বিভাগের ১০টি কলেজ নির্বাচিত করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। সোমবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসব কলেজের নাম ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়টির ভিসি প্রফেসর ড. হারুন-অর-রশিদ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত ¯œাতক কলেজসমূহকে ৩১টি কী পারফরমেন্স ইন্ডিকেটর্স এর ভিত্তিতে এই র্যাংকিং করা হয়েছে।
ঢাকা বিভাগের ১০টি কলেজের মধ্যে- ঢাকা কমার্স কলেজ, টাঙ্গাইলের সরকারি সাদত কলেজ, ঢাকার তেজগাঁও কলেজ, সিদ্ধেশ্বরী ডিগ্রি কলেজ, লালমাটিয়া মহিলা কলেজ, সিদ্ধেশ্বরী গার্সল কলেজ, ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ, সরকারি গুরুদয়াল কলেজ, ঢাকার হাবিবুল্লাহ বাহার কলেজ, আদমজী ক্যান্টনমেন্ট কলেজ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন