বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

পুলিশ এখন আস্থা ও বিশ্বাস ও মর্যাদার প্রতীক -অতিরিক্ত আইজিপি ড. বেনজীর আহমেদ

পাবনা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ ফেব্রুয়ারি, ২০১৯, ৫:৫৮ পিএম

অতিরিক্ত আইজিপি ও র‌্যাবের মহাপরিচালক ড. বেনজীর আহমেদ বলেছেন, বাংলাদেশের পুলিশ এখন সারা বিশ্বে মর্যাদা ও আস্থা, বিশ্বাসের প্রতীক । পুলিশ এখন আর আগের সেই পুলিশ নেই। পুলিশের পেশাগত দক্ষতা ও যোগ্যতা এখন অনেক বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ যেমন এগিয়ে যাচ্ছে; একই সাথে পুলিশও তেমন এগিয়ে যাচ্ছে।
বোববার বিকালে পাবনা পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পাবনা পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় মোট ৪২টি ইভেন্টে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পাবনায় পুলিশের এই বার্ষিক সমাবেশে ও ক্রীড়া প্রতিযোগিতা আনন্দঘন- উৎসবমুখর ছিল। পাবনার পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম বিপিএম,পিপিএম এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জ পুলিশের উপ-মহাপুলিশ পরিদশক এম খুরশীদ হোসেন, সাবেক ভুমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু এমপি, স্কয়ার ট্রয়লেট্রিজ ও মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টু, আহমেদ ফিরোজ কবির এমপি, পাবনা জেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল রহিম লাল, পাবনার জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন, পাবনা চেম্বারের সভাপতি মো. সাইফুল আলম স্বপন চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ মোশাররফ হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হাবিবুর রহমান হাবিব, ইউনিভার্সাল ফুডের ব্যবস্থাপনা পরিচালক
সোহানী হোসেন, রানা প্রপার্টিজের চেয়ারম্যান রুহুল আমিন রানা বিশ্বাস, পাবনা প্রেসক্লাব সভাপতি প্রফেসর শিবজিত নাগ, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবি, পাবনা সংবাদপত্র পরিষদ সভাপতি ও সাবেক অধ্যক্ষ আব্দুল মতীন খান। আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন ক্যাব জেলা শাখার সভাপতি সাংবাদিক এবিএম ফজলুর রহমান, প্রেসক্লাবের সাবেক সম্পাদক ও মাছরাঙা টেলিভিশনের উত্তারাঞ্চলের ব্যুরো চিফ উৎপল মির্জা, পাবনা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা, আইএইচসিআরএফ এর জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক আবদুল জব্বার প্রমুখ। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ নারী পুলিশ কল্যাণ সমিতির সহসভাপতি মিসেস জীশান মীর্জা। রাতে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন