ওসমানীনগর উপজেলার শেখ ফজিলাতুননেছা ফাযিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা শায়খুল ইসলামকে গাড়ি চাপা দিয়ে হত্যা ও আলহাজ মিনা বেগম নুরানীয়া মহিলা দাখিল মাদরাসার সুপার মাওলানা আব্দুল কাইয়ুমের মেয়ে ও সাবেক ছাত্রী মাহফুজা আনজুম তাসনীম মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন। তাদের স্মরণে জমিয়াতুল মোদার্রেছীন ওসমানীনগর উপজেলার উদ্যোগে স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
গতকাল স্থানীয় হযরত শাহজালালাল (রাহ.) ফাযিল মাদরাসার সেমিনার হলে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি প্রিন্সিপাল মাওলানা আমিরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা ছাদিকুর রহমানের পরিচালনায় স্মরণ সভায় বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক অফিসার স্বপন কুমার, উপজেলা দারিদ্র বিমোচন অফিসার শাহ সুলতান আহমদ, প্রিন্সিপাল মাওলানা ড. সৈয়দ শহীদ আহমদ বোগদাদী, মাওলানা আব্দুল কাইয়ুম, মাওলানা আসকর আলী, মাওলানা আবু ছালেহ আল মাহমুদ, মাওলানা আব্দুল মতিন গজনভী, মাওলানা আকতার আলী, মাওলানা আব্দুল হাই, মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা ইউনুছ আলী, আনুর মিয়া, মাওলানা ফয়েজ উদ্দিন, মাওলানা শাহনুর রহমান, মাওলানা ওলিদুর রহমান, মোনাজাত পরিচালনা করেন মাওলানা হাকীম আনছার আহমদ প্রমূখ। সভায় তাদের রুহের মাগফিরাত কামনা করা হয় এবং প্রিন্সিপাল হত্যাকারীর ফাঁসির দাবি জানান।
মন্তব্য করুন