শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সাগরদাড়িতে মধু মেলার নামে অশ্লীলনৃত্য

প্রকাশের সময় : ২৮ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

কেশবপুর উপজেলা সংবাদদাতাঃ কেশবপুরের সাগরদাড়িতে মধুমেলায় ভ্যারাইটি মোর নামে অশ্লিল নৃত্য, যুবতি মেয়েদের অর্ধ উলঙ্গ দেহ প্রদর্শনীর ঘটনা ঘটলেও যেন দেখার কেউ নেই। পুলিশের দ্বায়িত্ব অবহেলার অভিযোগে দু, পুলিশ কর্মকর্তাকে বদলির পরও যা- তাই অবস্থা। মেলার ইজারাদার অতিরিক্ত মুনাফার লোভে মেলায় ভ্যারাইটি শোর নামে অশ্লিল দেহ প্রর্দশ করে আসছে বলে এলাকা বাসি অভিযোগ করে আসছেন। প্রশাসনের কঠোর নজরদারীর মধ্যেও অসামাজিক কর্মকান্ড চললেও দেখভাল কতৃপক্ষ যেন অসহায়। রাত ১০টার পর মেলার মাঠের সকল নিয়ন্ত্রন যেন ইজারাদারের হাতে চলে যায়। এলাকার যুব সমাজ হুমড়ি খেয়ে পড়ছে ভ্যারাইটিশোর পেন্ডেলে। ২২ জানুয়ারী থেকে ২৮ জুনুয়ারী পর্যন্ত চলবে এ মেলা। মেলা কে ঘিরে প্রতিদিন হাজার হাজার মানুষের সমাগম ঘটছে এ মেলায়। মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্ম জয়ন্তী উপলক্ষে প্রতিবছর সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের পৃষ্ঠপোষকতায় জেলা প্রশাসনের সার্বিক সহযোগীতায় ১৯৯৫ সাল থেকে সাগর দাড়িতে সপ্তহ ব্যাপি মধু মেল অনুষ্ঠিত হয়ে আসছে। প্রতি বছরই মেলার কলেবর বৃদ্ধি পাওয়ায় দক্ষিন পশ্চিম অঞ্চলের সর্ববৃহৎ মেলায় পরিনত হয়েছে মধুমেলা। মেলার মাঠ ইজারা দেওয়াকে কেন্দ্র করে মেলায় অপসংস্কৃতির আমদানি ঘটিয়ে মেলার ভাবমুর্তি ক্ষুন্ন করায় মধু প্রেমিকদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। মেলার বাকি কদিন যেন মেলায় অশ্লিল কর্মকান্ড না ঘটে সে জন্য সংশ্লিষ্ট কর্তৃ পক্ষের কঠর হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন