বিএনপির আইন বিষয়ক সম্পাদক এড. সানাউল্লাহ মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ব্যাংককে নেয়া হচ্ছে। আগামীকাল ভোরে তাকে ব্যাংককে নেয়া হবে বলে তার পরিবার সূত্রে জানা যায়। বিএনপির এই নেতা দীর্ঘদিন ধরেই অসুস্থ রয়েছে। এদিকে মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীতে পান্থপথের বাসায় তাকে দেখতে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ও শত নাগরিক কমিটির আহ্বায়ক প্রফেসর ড. এমাজউদ্দীন আহমদ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য এড. তৈমুর আলম খন্দকার, বাংলাভিশন চ্যানেলের অ্যাডভাইজার ( এনসিএ) ড. আবদুল হাই সিদ্দীক, শত নাগরিক কমিটির মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার, যুবদল নেতা ওমর মিস্তি ও বিএনপি নেতা আবদুল খালেক প্রমুখ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন