নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও তুরস্কের ইস্তাম্বুল টেকনিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাঝে শিক্ষা সহযোগিতা বিনিময়ের লক্ষ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়। ইস্তাম্বুল টেকনিক্যাল বিশ্ববিদ্যালয়ে ২৭ ফেব্রুয়ারি এ অনুষ্ঠানে নোবিপ্রবি’র পক্ষে স্বাক্ষর করেন ভিসি প্রফেসর ড. এম অহিদুজ্জামান এবং ইস্তাম্বুল টেকনিক্যাল বিশ্ববিদ্যালয়ের পক্ষে ওই বিশ্ববিদ্যালয়ের ভাইস রেক্টর প্রফেসর ড.আলী ফুয়াত আয়দিন স্বাক্ষর করেন। এসময় অন্যদের মাঝে ইস্তাম্বুলের বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল ড. মনিরুল ইসলাম, কনসাল বিদোশ বর্মণ, নোবিপ্রবি গ্র্যাজুয়েট তানজিনা রহমান, বাংলাদেশী শিক্ষার্থী ইকরামুল হাসান ও টেকনিক্যাল বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক অফিসের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এমওইউ স্বাক্ষর শেষে নোবিপ্রবি ভিসি উক্ত বিশ্ববিদ্যালয়ের বিশ্বমানের টেকনোপার্ক ও রিসার্চ সেন্টারসমূহ পরিদর্শন করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন