শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

হাসপাতাল থেকে ফিরলেন দগ্ধ তিনজন

বিশেষ সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৮ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৪ এএম

রাজধানীর চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকান্ডের পর পুরান ঢাকাকে কেমিক্যাল গোডাউনমুক্ত করার ঘোষণা দিলেও আশপাশের কোনো এলাকা থেকেই গোডাউন অপসারণ কর্মকান্ড চোখে পড়ছে না। ঘোষণা অনুযায়ী ওয়াহেদ ম্যানশনের আন্ডারগ্রাউন্ড থেকে কেমিক্যাল সরানো হলেও গতকাল পর্যন্ত অন্য কোথাও অভিযান চালানো হয়নি বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। অন্যদিকে চুড়িহাট্টায় আগুনে দগ্ধ তিনজনকে গতকাল দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে। আতঙ্ক আর মানসিক আঘাত (ট্রমা) নিয়ে তারা ঘরে ফিরে গেছেন। তারা হলেন- রিকশাচালক মোহাম্মদ সালাউদ্দিন (৪৫), মোজাফফর হোসেন (৩২), ট্রলিচালক হেলাল সিকদার (১৮)। ঢামেক বার্ন ইউনিটের চিকিৎসক মো. নোয়াজেশ খান সাংবাদিকদের জানান, তিনজনকে ছাড়পত্র দেয়া হয়েছে। তবে তারা নিয়মিত চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রাখবেন। দগ্ধ বাকি চারজন হাসপাতালে চিকিৎসাধীন। তবে তাদের মধ্যে একজনের অবস্থা একটু আশঙ্কাজনক।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওয়াহেদ ম্যানশনের ভয়াবহ অগ্নিকান্ডের দু’দিন পর সন্ধান পাওয়া যায় ভবনের বেজমেন্ট গোডাউনের। সেখানে মজুদ ছিল বিপুল পরিমাণ কেমিক্যাল। ওই জায়গায় আগুন পৌঁছালে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েকগুণ বাড়তো বলে মনে করেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। বেজমেন্ট থেকে সিটি করপোরেশন বিপুল পরিমাণ কেমিক্যাল উদ্ধার করে। কেমিক্যালগুলো কালো হয়ে গেলেও অক্ষত রয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন