রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন

প্রকাশের সময় : ১৬ মে, ২০১৬, ১২:০০ এএম

গাজীপুর জেলা সংবাদদাতা : গাজীপুরে পূর্ব শত্রুতায় পিটিয়ে হত্যার দায়ে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
আজ সোমবার দুপুরে গাজীপুরের জেলা ও দায়রা জজ এ.কে.এম এনামুল হক এ রায় প্রদান করেন।
রায়ে সাজাপ্রাপ্ত আসামিকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্ত আসামির নাম মো. রাসেল (৩২)। সে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের গোলচালা গ্রামের মৃত জহুর উদ্দিনের ছেলে।
গাজীপুর আদালতের পিপি মো. হারিছ উদ্দিন আহম্মদ জানান, পূর্ব শত্রুতার জেরে ২০১০ সালের ২১ সেপ্টেম্বর দুপুরে শ্রীপুরের ভেরামতলী পাগলার বাজারে পৌঁছলে প্রতিপক্ষ রাসেলের নেতৃত্বে আসামিরা একই এলাকার মেছের আলীকে (৪৫) পিটিয়ে আহত করে। পরে তাকে গুরুতর আহতাবস্থায় স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়।সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে পরদিন স্বজনরা তাকে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৩ সেপ্টেম্বর রাত সোয়া ৯টার দিকে মেছের আলী মারা যান।
তিনি আরো জানান, এ ঘটনায় নিহতের ছেলে জমির উদ্দিন বাদী হয়ে রাসেলসহ চারজনের নামে এবং অজ্ঞাত আরো ৫-৬ জনকে আসামি করে শ্রীপুর থানায় মামলা করেন। পুলিশ মামলার রাসেলকে গ্রেপ্তার করে। পরে রাসেল আদালতে স্বীকারোক্তি দেয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা শ্রীপুর থানার এসআই আব্দুর রাজ্জাক তদন্ত শেষে রাসেলকে অভিযুক্ত করে ওই বছরের ৩১ ডিসেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন। ১২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে রাসেল দোষী সাব্যস্ত হওয়ায় তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালতের বিচারক।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পিপি মো. হারিছ উদ্দিন আহম্মদ। আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. শহীদুল ইসলাম।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন