শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আইটি এন্ড টেলিকম

বিশ্বের সবচেয়ে কমদামি ল্যাপটপ কম্পবুক

প্রকাশের সময় : ১৭ মে, ২০১৬, ১২:০০ এএম | আপডেট : ৯:৪৯ পিএম, ১৬ মে, ২০১৬

ভারতের কনজ্যুমার ইলেক্ট্রনিকস কোম্পানি আইবল মাত্র ৯ হাজার ৯৯৯ রুপিতে ল্যাপটপ এনেছে। তাও আবার ১১ দশমিক ৬ ইঞ্চি পর্দার। কোম্পানিটির দাবি এ ধরণের ফিচারে বিশ্বের সবচেয়ে কমদামি ল্যাপটপ এটি। এর পাশাপাশি ১৪ ইঞ্চি পর্দার আরেকটি ল্যাপটপ আনা হয়েছে, যার দাম নির্ধারণ করা হয়েছে ১৩ হাজার ৯৯৯ রুপি। উভয় ল্যাপটপের সাথেই রয়েছে জেনুইন উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম। আইবল কম্পবুক সাব ব্র্যান্ডে ল্যাপটপগুলো ইন্টেল এবং মাইক্রোসফটের সাথে যৌথভাবে তৈরি করা হয়েছে। এটি মূলত দেশটির ডিজিটাল উদ্ভাবনী অগ্রযাত্রায় ভূমিকা রাখবে। আইবলের পরিচালক ও প্রধান নির্বাহী সন্দীপ পরশরামপুরিয়া জানান, একসঙ্গে বহু ক্রেতার কাছে কমদামে ল্যাপটপ পৌছে দিতেই এই উদ্যোগ। মূলত শিক্ষার্থী এবং ব্যবসায়ীদের কথা মাথায় রেখে এটি তৈরি করা হয়েছে। ল্যাপটপটিতে রয়েছে ১.৮৩ গিগাহার্টজের ইন্টেল কোয়াড কোর প্রসেসর, ২ গিগাবাইট র‌্যাম, ৩২ গিগাবাইট স্টোরেজ, যা মাইক্রোএসডি স্লটের মাধ্যমে ৬৪ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যাবে। এছাড়া অধিক মেমরির জন্য এক্সটারন্যাল এইচডিডি ব্যবহার করা যাবে।

স লিপন দাস

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন