বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আইটি এন্ড টেলিকম

স্যামসাং গ্যালাক্সি জে৭ এবং জে৫

প্রকাশের সময় : ১৭ মে, ২০১৬, ১২:০০ এএম | আপডেট : ৯:৫০ পিএম, ১৬ মে, ২০১৬

স্যামসাং মোবাইল বাংলাদেশ গ্যালাক্সি জে সিরিজের দুটি নতুন সংযোজন গ্যালাক্সি জে৭ এবং জে৫ ২০১৬ এডিশন বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে। ৪জি এলটিই সমৃদ্ধ এই ডিভাইসটির কর্মক্ষমতা বাড়াতে এতে রয়েছে ৩,৩০০ এমএএইচ (জে৭ ২০১৬ এডিশন) এবং ৩,১০০ এমএএইচ (জে৫ ২০১৬ এডিশন) ব্যাটারি। গ্রাহকদের সম্পূর্ন নতুন এক অভিনব স্মার্টফোনের অভিজ্ঞতা দিতে এই ফোনগুলোতে রয়েছে এক্সেপশনাল পারফরমেন্স, আকর্ষণীয় ক্যামেরা এবং চমৎকার ডিসপ্লে। গ্যালাক্সি জে৭ ২০১৬ এডিশনে ৫.৫ ইঞ্চি এবং গ্যালাক্সি জে৫ ২০১৬ এডিশনে রয়েছে ৫.২ ইঞ্চির এইচডি সুপার অ্যামোলেড ডিসপ্লে। এই হ্যান্ডসেটগুলোতে আরো আছে এফ ১.৯ অ্যাপারচার সমৃদ্ধ ১৩ মেগাপিক্সেলের অসাধারণ রিয়ার ক্যামেরা, যা দিয়ে যে কোন পরিবেশের আলোয় চমৎকার সব ছবি তোলা যাবে। সহজেই চমৎকার সব ছবি তুলতে ফোনটির সামনে ও পিছনের ক্যামেরায় থাকছে এলইডি ফ্য¬াশ, ম্যানুয়াল অ্যাপারচার সেটিংস এবং অ্যাডভান্সড ফটো সেটিংস। এই ফোনগুলোতে ২ জিবি র‌্যামসহ আরো আছে যথাক্রমে ৬৪-বিটের অক্টাকোর (১.৬ গিগাহার্টজ) এবং কোয়াডকোর প্রসেসর (১.২ গিগাহার্টজ) যা দ্রুত কার্যসম্পাদনে সাহায্য করবে। এছাড়াও, হ্যান্ডসেটগুলোর এস বাইক মোড এবং ইউডিএস মোড গ্রাহকদের নিরাপত্তা ও বাড়তি সুবিধা নিশ্চিত করবে। স্যামসাং মোবাইল বাংলাদেশের হেড অব মোবাইল হাসান মেহেদী বলেন, “স্যামসাং গ্রাহকের নতুন অভিজ্ঞতা এবং উন্নত প্রযুক্তির সমন্বয়ে লাইফস্টাইল সলিউশন তৈরিতে প্রতিজ্ঞাবদ্ধ।বাংলাদেশে মোবাইল খাতে অগ্রগামী হিসেবে আমরা সেরা মানের ফিচারস্সহ ৪জি এলটিই সমৃদ্ধ ডিভাইসগুলো আনতে পেরে খুবই আনন্দিত।
স রনি রাজ

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন