ঢাকার গুলিস্থান কাজী বশির মিলনায়তন সম্মুখস্থ ময়দানে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ এর উদ্যোগে কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফ তরিক্বতের ঐতিহাসিক এশায়াত সম্মেলন আগামীকাল অনুষ্ঠিত হবে। সম্মেলনে এতে প্রধান মেহমান হিসাবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের মহান মোর্শেদ আওলাদে রাসূল (দঃ) হযরতুলহাজ আল্লামা অধ্যক্ষ শায়খ ছৈয়্যদ মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী সাহেব। উদ্বোধক হিসাবে উপস্থিত থাকবেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও মাইক্রো বায়োলজি বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ আবুল মনছুর এর সভাপতিত্বে এশায়াত সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন সভাপতি ও দৈনিক ইনকিলাব সম্পাদক আলহাজ এ এম এম বাহাউদ্দীন, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আহসান উল্লাহ, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড এর চেয়ারম্যান প্রফেসর এ. কে. এম. ছায়েফ উল্যা, ঢাকা প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. হারুন অর রশিদ, বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন এর মহাসচিব ও ইসলামি আরবি বিশ^বিদ্যালয় সিন্ডিকেট সদস্য অধ্যক্ষ আল্লামা শাব্বির আহমদ মোমতাজী, ইসলামি আরবি বিশ^বিদ্যালয়ের ডীন প্রফেসর ড. মুহাম্মদ ইলিয়াছ ছিদ্দিকী, উপজেলা পরিষদ ফাউন্ডেশন অব বাংলাদেশ এর সিনিয়র সহ-সভাপতি ও রাউজান উপজেলা পরিষদ চেয়ারম্যান এহছানুল হায়দার চৌধুরী বাবুল, রাজশাহী মদিনাতুল উলুম কামিল মাদরাসার অধ্যক্ষ আল্লামা মোকাদ্দছুল ইসলাম, দারুন্নাত সিদ্দিকীয়া কামিল এম. এ মাদরাসার অধ্যক্ষ আল্লামা আ. খ. ম আবু বক্কর ছিদ্দিক, পঞ্চগড় নুরুন আল নূর কামিল এম. এ. মাদরাসার অধ্যক্ষ আল্লামা ড. আবদুর রহমান, এফবিসিসিআই এর পরিচালক খন্দকার রুহুল আমিন সিআইপি প্রমূখ। উক্ত এশায়াত সম্মেলনে আপনাদের প্রতি স্ববান্ধব দ্বীনি দাওয়াত রইল। -প্রেস বিজ্ঞপ্তি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন