মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

রাষ্ট্র পরিচালনায় আবু বকর (রাঃ)’র নীতি অনুকরণীয়

চট্টগ্রামে ওফাত দিবসে বক্তারা

চট্টগ্রাম ব্যুরো : | প্রকাশের সময় : ১ মার্চ, ২০১৯, ১২:১০ এএম

আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় গতকাল বৃহস্পতিবার নগরীর ষোলশহর আলমগীর খানকাহ-এ-কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়ায় খলীফায়ে রাসূল (সাঃ), আমীরুল মুমিনীন হযরত আবু বকর সিদ্দিক (রাঃ)’র ওফাত দিবস উপলক্ষে খতমে কোরআন, খতমে গাউসিয়া, জীবনী আলোচনা, মিলাদ এবং ফাতেহা যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হয়।
এতে বক্তারা বলেন, মাত্র দুই বছর তিন মাস খলিফাতুল মুসলেমিন হিসেবে দায়িত্ব পালন করে চির বিদায় গ্রহণ করেন আবু বকর (রাঃ)। তিনি ইসলামের প্রচার-প্রসারে সমস্ত ধন-সম্পদ দান করে দেন।
প্রিয় নবীর সুখে-দুঃখে অতন্দ্র প্রহরীর মতো ছিলেন এ খলিফা। রাষ্ট্র পরিচালনায় তার গৃহিত পদক্ষেপ প্রবর্তিত ইসলামী আইনসমূহ সর্বকালের জন্য অনুকরণীয়।

মাহফিলে উপস্থিত ছিলেন আনজুমান ট্রাস্টের সেক্রেটারী জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন, এডিশনাল জেনারেল সেক্রেটারী মোহাম্মদ সামশুদ্দিন, জয়েন্ট জেনারেল সেক্রেটারী মোহাম্মদ সিরাজুল হক, এসিসটেন্ট জেনারেল সেক্রেটারী এসএম গিয়াস উদ্দিন শাকের, ফাইন্যান্স সেক্রেটারি মোহাম্মদ সিরাজুল হক, প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারি প্রফেসর কাজী শামসুর রহমান, জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ দিদারুল ইসলাম, গাউসিয়া কমিটির চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ, সচিব মুহাম্মদ সাহাজাদ ইবনে দিদার, জামেয়ার অধ্যক্ষ মাওলানা মুফতি মুহাম্মদ অছিয়র রহমান, উপাধ্যক্ষ ড. মাওলানা মুহাম্মদ লিয়াকত আলী, শায়খুল হাদীস মুফতি মুহাম্মদ ওবাইদুল হক নঈমী প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন